নিজস্ব প্রতিবেদক :
ফেনী সদরের বালিগাঁয়ে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্য ও যুবলীগ কর্মী জয়নাল আবেদীন (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর উপজেলার বালিগাঁও ইউপির মধুআইয় গ্রামের হেক্কার দোকানে মঙ্গলবার রাত ৯টার সময় দুর্বৃত্ত হামলা চালায়। তবে কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেনশীল জয়নাল আবেদীনকে সংগঠনের সক্রিয় কর্মী দাবি করে বলেন, বিএনপির সন্ত্রাসীরা রাজনৈতিক বিরোধের জের ধরে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার বলেন, সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাদের দলীয় প্রতিপক্ষের গুলিতে জয়নাল মারা গেছে।