আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে নির্ধারিত সফর বাতিল করেছেন। পুলিশের হাতে একজন কৃষ্ণাঙ্গ নাগরিক নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে উত্তাল রয়েছে শহরটি। এ পরিপ্রেক্ষিতে শার্লট শহর সফর বাতিল করলেন হিলারি ও ট্রাম্প।
এরইমধ্যে শার্লটের মেয়র জেনিফার রোবার্টস সেখানে কারফিউ জারি করেছেন। তিনি নিজেই আমেরিকার প্রধান দু দলের প্রেসিডেন্ট প্রার্থীকে শার্লট শহর সফরে যাওয়ার জন্য দেরি করতে অনুরোধ করেছেন।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে জেনিফার বলেছেন, “শহরের নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য আমরা পরিশ্রম করছি। এ অবস্থায় হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প যদি দেরি করে সফরে আসেন তাহলে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তা সুযোগ হিসেবে কাজে লাগাতে পারব এবং সম্ভবত তা হবে সবার জন্য মঙ্গলজনক।”
হিলারির প্রচারাভিযানের মুখপাত্র বলেছেন, তিনি ২ অক্টোবর পর্যন্ত সফর স্থগিত করবেন। অন্যদিকে, ট্রাম্পের একজন নির্বাচনী কর্মকর্তা বলেছেন, তাদের সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে।