ক্রীড়া প্রতিবেদক :
ক্যারিয়ারের কী অসাধারণ ফর্মেই না রয়েছেন পাকিস্তানের টপ অর্ডার বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে আরব আমিরাতের মাটি থেকে তুলে নিয়েছেন টানা তিনটি সেঞ্চুরি। শারজায় প্রথম প্রথম ম্যাচে ১২০, দ্বিতীয় ম্যাচে ১২৩ রানের পর আবুধাবিতে এসে তৃতীয় ম্যাচেও তুলে নিয়েছেন সেঞ্চুরি। আউট হয়েছেন ১১৭ রান করে।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি। ব্যাট করতে নেমে শারজিল খানকে সঙ্গে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন আজহার। ৩৮ রান করে শারজিল খান আউট হয়ে গেলে এরপর মাঠে নামেন বাবর আজম।
দু’জন মিলে গড়েন ১৪৭ রানের বিশাল জুটি। সেঞ্চুরি তুলে নিয়েছেন পাক ওয়ানডে অধিনায়ক আজহার আলিও। ওয়ানডে ক্যারিয়ারে এটা তার তৃতীয় সেঞ্চুরি। এরপর ১০৯ বলে ১০১ রান করে আউট হন তিনি। আজহার আউট হলেও সেঞ্চুরির দিকে ধীরে ধীরে এগিয়ে যান বাবর আজম।
৯৫ বলে ৭টি বাউন্ডারি এবং একটি ছক্কার সাহায্যে তিনি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১০৬ বলে ১১৭ রান করে আউট হন তিনি। বাউন্ডারি ৮টি, ছক্কার মার ছিল ১টি।