ক্রীড়া প্রতিবেদক :
অভিষিক্ত বোলারদের প্রিয় প্রতিপক্ষ হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে অভিষেক মানেই যেন দারুণ কিছু। তার সর্বশেষ প্রমাণ দিলেন ইংল্যান্ডের অভিষিক্ত বোলার জ্যাক বল।
মূলত, ইংল্যান্ডের এই তরুণ পেসারের কাছেই বাংলাদেশ প্রথম ওয়ানডে হেরেছে। এই ম্যাচে তার খেলার কথাই ছিল না। কিন্তু ম্যাচের আগে বাঁ পায়ের বুড়ো আঙুলের চোটে ছিটকে যান লিয়াম প্লাঙ্কেট। এতে ইংল্যান্ড দলে সুযোগ পেয়ে যান তরুণ জ্যাক বল। আর অভিষেক ম্যাচেই ৫১ রানে ৫ উইকেট নিয়ে ইতিহাসে ঢুকে গেলেন তিনি।
ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে অভিষেকে নিলেন ৫ উইকেট। এর আগে ইংল্যান্ডের অভিষেক্ত বোলার হিসেবে সেরা বোলিং ফিগার ছিল অ্যাডাম হোলিওয়াকের। ১৯৯৬ সালে এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে তিনি নেন ২৩ রানে ৪ উইকেট।
ইংল্যান্ডের ১৪তম খেলোয়াড় হিসেবে অভিষেকে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের গৌরব অর্জন করলেন জ্যাক বল। অভিষিক্ত বোলারদের বিপক্ষে বাংলাদেশের দুর্দশা এই প্রথম নয়। ওয়ানডে অভিষেকে এ পর্যন্ত ১৩জন বোলার ৫ উইকেট নিয়েছেন। এরমধ্যে দুইজন বাংলাদেশের।
২০১৪ সালে তাসকিন আহমেদ আর ২০১৫ সালে মোস্তাফিজুর রহমান নিজেদের অভিষেকে ৫ উইকেট নেন ভারতের বিপক্ষে। এখন বাদ থাকে ১১ জন। এরমধ্যে ১৯৮৪ সালে অভিষেকে প্রথম পাঁচ উইকেট নেন শ্রীলঙ্কার কারনাইন। তখন বাংলাদেশ ওয়ানডে খেলা শুরুই করেনি।
বাংলাদেশ যখন থেকে ওয়ানডে খেলা শুরু করেছে তখন থেকে অভিষেকে পাঁচ উইকেট নেয়ার ঘটনা ঘটেছে ১২ বার। এরমধ্যে দুইবার বাংলাদেশি বোলাররা এই কাজ করায় বাকি থাকে ১০ বার। এই ১০ বারের ৪টি ঘটনায় ঘটেছে বাংলাদেশের বিপক্ষে। কোনো দেশের বিপক্ষে অভিষিক্ত খেলোয়াড়ের পাঁচ উইকেট নেয়ার সর্বোচ্চ ঘটনা এটি।
দ্বিতীয় সর্বোচ্চ ভারতের বিপক্ষে অভিষিক্ত বোলাররা পাঁচ উইকেট নিয়েছে তিনবার। বাংলাদেশ প্রথম এই লজ্জা পেয়েছিল ২০০৩ বিশ্বকাপে। সেবার কানাডার অভিষিক্ত বোলার অস্টিন কডরিংটন ২৭ রানে নেন ৫ উইকেট। ওই ম্যাচে কানাডার ১৮০ রান তাড়া করতে নেমে ৬০ রানে হেরে বড় লজ্জা পায় বাংলাদেশ।
২০১১ সালে এসে আবারও একই রকম অভিজ্ঞতা। জিম্বাবুয়ের ব্রায়ান ভিটরি অভিষেকে নেন ৩০ রানে ৫ উইকেট। ওই ম্যাচও হেরেছিল বাংলাদেশ। আর গত বছর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে কাঁপিয়ে দেয় দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত পেসার কাগিসো রাবাদা। হ্যাটট্রিকসহ তিনি ১৬ রানে নেন ৬ উইকেট।
কোনো অভিষিক্ত বোলারের সেরা বোলিং ফিগার এখন পর্যন্ত এটাই। আর বাংলাদেশ সর্বশেষ অভিষিক্ত বোলার জ্যাক বলের শিকার হলো শুক্রবার। এবারও হারলো বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষের অভিষিক্ত বোলার ৫ উইকটে নেয়া প্রতিটি ম্যাচে বাংলাদেশ হেরেছে।