ক্রীড়া প্রতিবেদক :
তিন সপ্তাহ ধরে মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। দেপার্তিভো লা করুনার বিপক্ষে ফিরলেন, গোলও করলেন। বার্সেলোনার প্রাণভোমরার রাজকীয় প্রত্যাবর্তনে বিমোহিত দলীয় কোচ লুইস এনরিক।
শনিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে দেপার্তিভোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। ওই ম্যাচে ৫৫ মিনিটে সার্জিও বুসকেটসের বিকল্প হিসেবে মাঠে নামেন মেসি। মাঠে নামার তিন মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জাল খুঁজে পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
ম্যাচ শেষে মেসির প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ এনরিক। বলেন, ‘দলের জন্য সুসংবাদ যে খেলোয়াড়রা ফিরে এসেছে। বিশেষ করে স্যামুয়েল উমতিতি ও লিওনেল মেসির উপস্থিতি দলকে আরো উজ্জীবিত করবে। মেসি সেরা ফর্মে আছে বলে মনে হচ্ছে।’