নিজস্ব প্রতিবেদক :
আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগের ট্যানারি সাভারে স্থানান্তর করতেই হবে জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, এই সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তর না করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৬ অক্টোবর) সকালে সাভারে চামড়া শিল্প পার্ক পরিদর্শনের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সাভারের ট্যানারি শিল্প পার্কে হাজারীবাগের ট্যানারি স্থানান্তর করতেই হবে। অন্যথায় হাজারীবাগে ট্যানারিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগের মতো সেবাসমূহ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।