আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গুলির ঘটনায় ২ পাক সেনা নিহত এবং এক সেনা আহত হয়েছে। উপজাতি অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গোর আদার সীমান্তে এ ঘটনা ঘটেছে।
খবরে বলা হয়েছে, পাকতিকা প্রদেশের বিরমাল এলাকা থেকে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা করেছে। হামলায় ভারি এবং হালকা অস্ত্র ব্যবহার করা হয়।
পাক বাহিনী পাল্টা জবাব দেয়ার পর গুলিবর্ষণ থেমে চায়। এ পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করে নি।