আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মিরের রাজৌরি সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতের উত্তর প্রদেশের সম্ভলের বাসিন্দা নিহত ওই জওয়ানের নাম সুদেশ কুমার (২৪)। তিনি ৬ রাজপুত রেজিমেন্টের সিপাহী ছিলেন। গতকাল (রোববার) সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।
ভারতের গণমাধ্যমে প্রকাশ, রোববার সকালে রাজৌরির নওসেরা সেক্টর লাগোয়া নিয়ন্ত্রণরেখা বরাবর ৪টি জায়গায় ভারতীয় সেনা শিবির লক্ষ্য করে গুলি চালায় পাক সেনারা। যদিও ওই গুলিতে ভারতীয় সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভারতীয় সেনারা পাল্টা গুলি চালিয়ে পাক সেনাদের জবাব দেয়। কিন্তু একইদিন সন্ধ্যায় পাক সেনারা ফের গুলি চালালে ওই ভারতীয় জওয়ান নিহত হয়। আজ (সোমবার) তার লাশ উত্তর প্রদেশের সম্ভলের বাসায় পৌঁছাবে।
রোববার সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘পাকিস্তানি সেনারা রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করলে এক সেনা নিহত হয়েছে।’
সেনাবাহিনীর ওই কর্মকর্তা জানান, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সন্ত্রাসী শিবির নষ্ট করার জন্য পাক অধিকৃত কাশ্মিরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করার পর জম্মু-কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ২৫ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
রোববার পাকিস্তানের পক্ষ থেকে এমন সময় যুদ্ধবিরতির ঘটনা প্রকাশ্যে আসে যখন ভারতের গোয়ায় অনুষ্ঠিত ‘ব্রিকস’ এবং ‘ব্রিকস বিমসটেক আউটরিচ সামিট’ শীর্ষ সম্মেলন উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ অন্য দেশের শীর্ষ নেতারা বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন।
গত ১৮ সেপ্টেম্বর রাতে কাশ্মিরের উরি সেক্টরে সেনাবাহিনীর ব্রিগেড সদর দফতরে গেরিলা হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়। ওই হামলার নেপথ্যে পাকিস্তানের মদদ থাকার দাবি করা হলেও পাকিস্তান সরকার ভারতের ওই দাবি উড়িয়ে দেয়।
ভারত অবশ্য ওই ঘটনার পাল্টা হিসেবে ২৮ সেপ্টেম্বর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ঢুকে হামলা বা ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়ে প্রচুর সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সমর্থ হয়েছে বলে জানায়। কিন্তু পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর ওই দাবিকে নাকচ করে দিয়ে জানায় সীমান্তে উভয়পক্ষের মধ্যে গুলি চলার ঘটনা ঘটেছে। এর ফলে দুই পাক সেনা নিহত হয়।