বিনোদন ডেস্ক :
‘চলচ্চিত্রে আর কাজ করব না ভাবছি।’ কেন কী হয়েছে? ‘ভালো লাগছে না আর।’ ব্যক্তিগত কোনো সমস্যা? ‘না, সিনেমার যে অবস্থা, এখানে ক্যারিয়ারের কী হবে তা বুঝতে পারছি না। চলচ্চিত্রে যোগ্যতার চেয়ে অন্য কিছুর প্রাধান্য বেশি। আমি কাজের বাইরে অন্য কিছু করতে পারিনি এবং পারবও না। প্রযোজকদের পছন্দে নায়িকা নিচ্ছেন পরিচালকেরা। কিন্তু আমাদের প্রযোজক নেই বলে কী কাজ করতে পারব না! এভাবেই কথাগুলো বলেন সম্ভাবনাময়ী চিত্রনায়িকা পুষ্পিতা পপি।
নতুন সিনেমায় কেন চুক্তিবদ্ধ হচ্ছেন- এমন প্রশ্নের জবাবে পুষ্পিতা পপি বলেন, ‘কোনোরকম শর্ত ছাড়া চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া যাচ্ছে না। তাই শর্ত মানতেও পারছি না আর সাইনও করতে পারছি না। এ ছাড়া সিনেমার গল্প, লোকেশন, বাজেটসহ শিল্পী পছন্দসই হচ্ছে না বলে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে পারছি না।’
তিনি আরো বলেন, ‘চলচ্চিত্রের কিছু খারাপ লোকের নোংরামির কারণে এ জগৎটা ছেড়ে দিতে ইচ্ছে করছে। একটা সময় পরিচালকরাই সিনেমার শিল্পী নির্বাচন করতেন। কিন্তু এখন বড় বড় পরিচালকরাও প্রযোজকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। আর প্রযোজক পেতে হলে একজন নায়িকাকে তার সঙ্গে দীর্ঘ সময় দিতে হয়। এরপর প্রযোজক পাওয়া যায়। এটা সব পরিবারের মেয়েদের পক্ষে সম্ভব নয়। এটা করতে পারিনি বলেই পেছনে পড়ে আছি। অনেক মেয়ে আছেন প্রযোজক ম্যানেজ করতে পারে বলে সিনেমার কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘যত দিন চলচ্চিত্র থেকে এসব না যাবে তত দিন চলচ্চিত্রশিল্প ঘুরে দাঁড়াবে না। পরিচালকের ওপর ছেড়ে দিতে হবে। পরিচালকের ওপর ছেড়ে দিলেই সিনেমার মান ভালো হবে। কোনো কিছুর বিনিময়ে নয়, কোয়ালিটি ও গুণের ওপর গুরুত্ব দিয়ে শিল্পী নির্বাচন করলে সিনেমার মান ভালো হবে। দর্শক আবার হলে ফিরবে।’
পুষ্পিতা অভিনীত ‘বিধ্বস্ত’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এ সিনেমায় পুষ্পিতার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক কাজী মারুফ।
এদিকে মান্নান সরকার পরিচালিত ‘পাঙ্কু জামাই’ সিনেমায় পুষ্পিতার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান। এ জুটির সঙ্গে রয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস। হঠাৎ মিডিয়া থেকে অপু উধাও হওয়ায় এ সিনেমার কাজ থেমে আছে।
মনতাজুর রহমান আকবরের ‘তারপর তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা’ সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পুষ্পিতার। এ ছাড়া ‘কখনও ভুলে যেও না’, ‘আগে যদি জানতাম তুই হবি পর’ সিনেমা দুটিতেও অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী।