স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঘোষিত টেস্ট দল নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনা।সমার্থকদের মধ্য থেকে উঠছে নানামুখী প্রশ্ন। তাই এই দল ঘোষণার ব্যাখ্যা দিলেন নির্বাচকরা।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা অনেক দিন ধরে টেস্ট খেলি না। কিছু ক্ষেত্রে আমরা পারফরম্যান্স মূল্যায়ন করেছি, কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা।’
দল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচক হাবিবুল বাশার ও নির্বাচক কমিটিতে থাকা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
টেস্টে শুভাগত হোমের অন্তর্ভুক্তি বাড়তি প্রশ্ন যোগ করেছে। শুভাগত হোম সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা দুই টেস্টের একটিতে ছিলেন না। সর্বশেষ প্রিমিয়ার লিগে এবং জাতীয় লিগের দুই রাউন্ডে আহামরি কোনও পারফরম্যান্সও করেনি।
তাকে দলে নেওয়ার ব্যাখ্যায় নির্বাচকরা বলেছেন, ‘শুভাগত অভিজ্ঞতার কারণেই সুযোগ পেয়েছেন। ইংল্যান্ড দলের কথা চিন্তা করে অফ স্পিনার জরুরী হয়ে পড়েছিল। ওদের বাঁহাতি অনেক ব্যাটসম্যান আছে। সে হিসেবে দুই জন অফ স্পিনার দলে রেখেছি। মূলত মিরাজের সঙ্গে শুভাগতকে ডাকা হয়েছে।’
দলে আছেন দুইজন পেসার শফিউল ইসলাম দুই বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন। অন্যজন তরুণ পেসার কামরুল ইসলাম রাব্বি। তাদের প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছেন, ‘আমরা আগের টেস্টগুলোতেও এভাবেই দল করেছি। যেখানে উইকেট ফ্ল্যাট সেখানে দুই জন পেস বোলার নিয়েই আমরা খেলব।’
তিনি আরও যোগ করেন, ‘রাব্বী অনেক দিন ধরে এনসিএল, বিসিএল খেলছে। পুরনো বলে জোরে বল করার ক্ষমতা আছে। এখনো ফ্ল্যাট উইকেট, লো ট্র্যাক সেজন্য ওকে বিবেচনা করা হয়েছে।’
চলতি বছর যুব বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন। জাতীয় দলে খেলার মতো প্রস্তুত বলেই সুযোগ দেওয়া হয়েছে তাকে, ‘অনূর্ধ্ব-১৯ এবং ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট ভালো খেলেছে। সে হিসেব সুযোগ দিয়েছি। আমাদের মনে হচ্ছে দীর্ঘ পরিসরের ক্রিকেটে ওর কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে।’
সৌম্যর আত্মবিশ্বাস ফিরে পেতেই তাকে সুযোগ দেওয়া হয়েছে বলে জানান হাথুরুসিংহে, ‘গত টেস্ট স্কোয়াডে সে ছিল। আমরাও তার ফর্ম নিয়ে চিন্তিত। আত্মবিশ্বাস ফিরে পেতেই ওকে বেশি সুযোগ দিচ্ছি। এখনও সে ভালো খেলোয়াড়। ফর্ম খারাপ হলেও সেটা সাময়িক।’
সাব্বিরকে টেস্ট স্কোয়াডে সুযোগ দিয়েই ভাবনা শেষ করেননি হাথুরুসিংহে। তাকে কীভাবে সেরা একাদশে সুযোগ দেওয়া যায় সেই ভাবনাটাও কাজ করছে প্রধান কোচের, ‘এখন আমাদের হাতে অনেক অপশন। এক জায়গার জন্য অনেক খেলোয়াড় থাকা ভালো। সাব্বিরকে নিয়ে আমরা সিরিয়াসলি ভাবছি, কীভাবে তাকে একাদশে সুযোগ দেওয়া যায়।’