আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান সেনাবাহিনীর জবাবদিহিতার সংস্কৃতি ‘খুব সামান্য বা একবারে নেই’। রবিবার ডন নিউজের এক সম্পাদকীয়তে এমনটাই লেখা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। করাচিভিত্তিক এই সংবাদপত্রটি পাকিস্তানের প্রভাবশালী সংবাদপত্রগুলোর মধ্যে একটি।
‘চায়ের কাপে ঝড়’ শিরোনামে সম্পাদকীয়টি লিখেছেন ডন নিউজের সাবেক সম্পাদক আব্বাস নাসির। সম্প্রতি জঙ্গি দমন নিয়ে সরকার ও সেনাবাহিনীর ‘অন্তর্দ্বন্দ্বের গোপন খবর’ ফাঁস করে দেয় ডন নিউজের একটি প্রতিবেদন। তার ওপরই আব্বাস নাসির এই সম্পাদকীয়টি লিখেছেন। এই বিষয়টিকে তিনি ‘সরকার ও সেনাবাহিনীর মধ্যে অসম ক্ষমতার ভাগাভাগি’ উল্লেখ করেছেন।
আব্বাস নাসির লিখেন, এই অসম সম্পর্ক থাকা মানে দুটি প্রতিষ্ঠানের মধ্যে ‘সর্বদা উত্তেজনা প্রবণতা’ থাকা। এই উদ্বেগ বেশ কয়েকটি উপায়ে সুস্পষ্ট হতে পারে। অধিকাংশ বিশ্লেষক এর জন্য সরকারকে দোষারোপ করছেন। সেনাবাহিনী জবাবদিহিতার সংস্কৃতি খুবই সামান্য বা একেবারে নেই বললেও চলে। এমনকী তারা যদি নেতৃত্ব নিতে পছন্দ করে সেক্ষেত্রেও।’
ডন নিউজে প্রকাশিত সরকার এবং সেনাবাহিনীর বাদানুবাদের প্রতিবেদনটি উপমহাদেশের বাইরেও প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটির লেখক সাইরিল আলমিদাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
ডনের প্রতিবেদনটি এমন একটি সময়ে প্রকাশিত হয়েছে যখন দেশটিতে নতুন সেনাপ্রধান হিসেবে কাকে নিয়োগ দেয়া হবে তা নিয়ে জল্পনাকল্পনা চলছে। নভেম্বর মাসেই বর্তমান সেনাপ্রধান রাহিল শরিফ অবসরে যাওয়ার কথা রয়েছে।