আন্তর্জাতিক ডেস্ক :
দেশটির উত্তরাঞ্চলীয় রোমানিয়া প্রদেশের রাজধানী বোয়া ভিস্তার একটি কারাগারে দর্শনার্থীদের দেখা করার জন্য নির্ধারিত সময়ে এই সংঘর্ষ হয়।
সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে সাতজনের শিরশ্ছেদ করা হয়েছে এবং ছয়জনকে পুড়িয়ে মারা হয়েছে।
সংঘর্ষের সময় প্রায় ১০০ জন দর্শনার্থীকে আটক করা হয়েছিল। তবে সংঘর্ষ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ক্যাপ্টেন ফাকনার ফেরেইরা জানান, যখন বন্দিরা কারাগারের অন্য অংশ ভেঙে ফেলে তখন সংঘর্ষ শুরু হয়। ওই অংশে প্রতিপক্ষের বন্দিরা থাকত।
এক প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষের সময় বন্দিদের কাছে ছুরি ও লাঠিসোঁটা ছিল।
কারাগারসংশ্লিষ্টরা জানায়, ওই কারাগারে ১ হাজার ৪০০ বন্দি রয়েছে। যেখানে কারাগারের ধারণক্ষমতা ৭৪০ জন। সবচেয়ে বেশি বন্দি রয়েছে এমন রাষ্ট্র হিসেবে বিশ্বে ব্রাজিলের স্থান চতুর্থ। ব্রাজিলে বর্তমানে ৬ লাখ বন্দি রয়েছে।