স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির আত্মজীবনী প্রকাশিত বে হবে আগামী বছর। ‘শহীদ আফ্রিদি: অ্যান অটোবায়োগ্রাফি’ নমের এই বইটির অনুলিখন করেছেন পাকিস্তানের জনপ্রিয় সাংবাদিক ওয়াজাহাত এস খান।
এই বইতে উঠে আসবে ১৯৯৬ সালে মাত্র ১৬ বছরে ৩৭ বলে সেঞ্চুরি করা এক অদম্য কিশোরের কথা। সেখানে থাকবে অনেক বাঁধা সহ্য করেও দলকে আগলে রাখা এক অধিনায়কের কথা। এই বইতে থাকবে এক ক্রিকেট বর্ষে সব থেকে বেশি উইকেট পাওয়া ও সব থেকে বেশি ছক্কা হাঁকানো ক্রিকেটারের কথা।
হারপারকলিনস ইন্ডিয়া এই বইটির প্রকাশনার দায়িত্বে আছে। তাদের মতে, ২০১৭ সালের বেস্ট সেলার হবে এই বইটি। বই সম্পর্কে আফ্রিদি বলেন, ‘আমার এত বছরের ক্রিকেট ক্যারিয়ারে আমি হাজারের উপরে সাক্ষাৎকার দিয়েছি, প্রায় ডজন খানিক টিভি শোতে কথা বলেছি, কিন্তু এই বই পড়লে যে কেউ আমার পুরো স্মৃতি পড়ে ফেলবে। আমি এখানে আমার আত্মবিশ্বাস, আমার ভয়, আমার লক্ষ্য, আমার বিফলতা-সফলতা সব কিছু বলেছি।’
বইতে ভারত সম্পর্কে অনেক কথা বলেছেন আফ্রিদি। তিনি বলেন, ‘এই বইয়ে আমি আমার শত্রুদের সম্পর্কে খোলাখুলি কথা বলেছি। এছাড়া আর্মিদের প্রতি আমার মোহ ও আমার জীবনে দেশের রাজনীতির প্রভাব সম্পর্কেও বলেছি। আমি খুবই গর্বিত ও আনন্দিত ওয়াজাহাত ভাইয়ের মতো একজন লেখককে আমার কথাগুলো বলতে পেরেছি।’