নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের রৌমারী উপজেলার নওদাপাড়া সীমান্তে বিএসএফের ছোড়া গ্রেনেডে চার বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
বিজিবির-৩৫ বাংলাবাজার বিওপি কমান্ডার নায়েক সুবেদার আবু শহীদ বলেন, সীমান্তে গরু আনতে গেলে ভারতের মাইনকারচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। এতে চার গরু ব্যবসায়ী গুরুতর আহত হন। এদের মধ্যে রোকনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।