নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় ১৮৭৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
চট্টগ্রাম র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ রাইজিংবিডিকে বলেন, গোপন তথ্য পেয়ে টাইগারপাস এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এই সময় ভ্যানের ভেতর থেকে ১১৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় আটককৃত দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।