স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নিয়ে বোমা ফাটালেন শোয়েব আখতার। খেলোয়াড়ী জীবনে অনেক জুয়াড়িকে তিনি দেখেছেন বলে জানালেন তিনি। এমন কি পাকিস্তানের ড্রেসিং রুম তখন অনেক নোংরা ছিল বলেও জানালেন শোয়েব। তবে নিজে কখনো এই কুকর্মে জড়াননি বলে দাবি রাওলপিন্ডি এক্সপ্রেসের।
সতীর্থদের সবসময় একতাবদ্ধ হয়ে খেলার পরামর্শ দিতেন। এছাড়া স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া মোহাম্মদ আমিরকে তিনি এ বিষয়ে আগেই সতর্ক করেছিলেন বলে জানালেন। ক্রিকেট ইতিহাসে দ্রুততম ফাস্ট বোলার শোয়েব আখতার। ১৯৯৭ থেকে ২০১১ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪৬ টেস্টে ১৭৮ ও ১৬৩ ওয়ানডেতে নেন ২৪৭ উইকেট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো কাসুন্দি ঘাটলেন তিনি। বলেন, ‘১৯৯৬ সালটা ম্যাচ পাতানোর জন্য সবচেয়ে আলোচিত বছর। এরপর আমি পাকিস্তান দলে খেলা শুরু করি। তখন পাকিস্তানের ড্রেসিং রুমের পরিবেশ ছিল একেবারে নোংরা। বাজিকরদে আমি দূর থেকে দেখেছি। তাদের থেকে আমি দূরে থাকতাম। দলের অন্যদেরও তাদের থেকে দূরে থাকতে বলতাম। সবাইকে সততার সঙ্গে একতাবদ্ধ হয়ে খেলার পরামর্শ দিতাম।’
২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন পাকিস্তানের বোলার মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি দলে ফিরেছেন। এই আমিরকে শোয়েব আখতার সতর্ক করেছিলেন বলে জানালেন। বলেন, ‘২০১০ সালেই আমি আমিরকে বেশ কয়েকবার সতর্ক করে দেই। বাইরের লোকজনের সঙ্গে মেলামেশা করতে নিষেধ করি। তাকে কেউ লোভ ধরাতে পারে এটা তাকে আগেই জানিয়েছিলাম।’