স্পোর্টস ডেস্ক :
শুক্রবার নেইমারের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চুক্তি স্বাক্ষরের আগে সবার মুখে মুখে একটিই প্রশ্ন- নেইমার কি মেসির চেয়ে বেশি বেতন পেতে যাচ্ছেন?
মূলত নেইমারের নতুন চুক্তির বিষয়টি উঠে আসে গেল জানুয়ারি মাসে। সে সময় ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই নেইমারকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়। তারা ১৯০ মিলিয়ন ইউরোতে ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়াতে চায়। পাশাপাশি প্রতি মৌসুমে নেইমারের মোট আয় ৪০ মিলিয়ন ইউরো হওয়ার প্রতিশ্রুতি দেয় তারা। তবে নেইমার পিএসজিতে যাননি। কারণ, বার্সেলোনা তাকে নতুন চুক্তির আশ্বাস দিয়েছিল। সেই চুক্তি অবশেষে হতে যাচ্ছে শুক্রবার।
তবে মেসি ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। চলতি বছর মেসির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বার্সা। আর সেটা হলে মেসির বেতনও যে বেড়ে যাবে। তখন নেইমারকে আবার ছাড়িয়ে যাবেন মেসি। তা ছাড়া বোনাস ও ইমেজ রাইটস নেইমারের চেয়ে ঢের বেশি মেসির। সে ক্ষেত্রে এখনো নেইমারের চেয়ে বেশি আয় করেন আর্জেন্টাইন তারকা।