নিজস্ব প্রতিবেদক : ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়ে পুলিশের চাকরি নেওয়ার চেষ্টার অভিযোগে পাবনার ভাঙ্গুড়া থেকে ৫ যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার গোবিন্দপুর গ্রামের ফারাজ আলীর ছেলে রবিউল করিম (২৬), একই গ্রামের ইউনুস আলীর ছেলে জেলহক আলী (২৫), আসাব আলীর ছেলে আমিরুল ইসলাম (২৭), গোপালপুর গ্রামের লাজিম উদ্দিনের ছেলে রহমত উল্লাহ (২৫) ও সাতবাড়িয়া গ্রামের আমানত উল্লাহর ছেলে হাফিজুর রহমান (২৭)।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, গত ২৫ সেপ্টেম্বর পাবনা পুলিশ লাইনে মাঠে কনস্টেবল পদে লোক বাছাই করা হয় । এর মধ্যে ভাঙ্গুড়া উপজেলার ৫ যুবক ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়ে চাকরি নেওয়ার চেষ্টা করেন। যাচাই-বাছাই শেষে মুক্তিযোদ্ধার সনদটি ভুয়া প্রমাণিত হওয়ায় মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।