নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত সবজি ব্যবসায়ীরা হলেন মো. ইয়ামিন (৩০) ও মো. শামীম (২৬)। তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। পিকআপের চালককে আটক করা যায়নি।
গজারিয়া হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট মো. কামরুজ্জামান রাজ বলেন, পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়িকে ধাক্কা দেন। এ সময় পিকআপে থাকা দুই সবজি ব্যবসায়ী মো. ইয়ামিন ও মো. শামীম ঘটনাস্থলেই নিহত হন।