আন্তর্জাতিক ডেস্ক:
সন্ত্রাসীদের লালন করা এবং সীমান্তে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বক্তব্য দিয়েছেন তার বিরোধিতা করে ইসলামাবাদের পক্ষ নিয়েছে চীন।
মোদির বক্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং আজ (সোমবার) এক সংবাদ ব্রিফিংয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের রেকর্ডের প্রতি সমর্থন দিয়েছেন। তিনি বলেছেন, “সবাই জানেন যে, ভারত ও পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার। পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিরাট প্রচেষ্টা চালিয়েছে এবং মহান আত্মত্যাগ করেছে। আমি মনে করি এর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মান দেখানো উচিত।” তিনি আরো বলেন, “আমরা যেকোনা দেশ, জাতিগোষ্ঠী অথবা ধর্মকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়ানোর বিরোধিতা করি। এটি হচ্ছে চীনের সবসময়কার অবস্থান।”
গতকাল ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে নরেন্দ্র মোদি ইঙ্গিতে পাকিস্তানকে সন্ত্রাসবাদের জননী বলে অভিহিত করেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজকের বক্তব্যের মাধ্যমে মূলত ভারতের প্রধানমন্ত্রীর সেই বক্তেব্যের বিরুদ্ধে বেইজিংয়ের অবস্থানের কথা পরিষ্কার করলেন।