নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা হারিয়ে বাংলাদেশ এখন তাঁবেদার রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
আজ (মঙ্গলবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘শি জিনপিংয়ের বাংলাদেশ সফর প্রত্যাশা ও প্রাপ্তি’-শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ-চীন সাংস্কৃতিক একাডেমী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায়ি মাহবুবুর রহমান বলেন, ভূ-রাজনৈতিক কারণে চীনের অবস্থান কী সেটা বলতে পারেন। চীনের রাষ্ট্রপতি এসেছিলেন। তিনি একটি দেশ থেকে এসেছেন। তাই দুই দেশের আলোচনা হয়েছে। চীনের রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন। এটাই আমাদের পাওয়া।
তিনি বলেন, ভূ-রাজনীতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেই বিদেশি মেহমানরা দিনে দিনে আসছেন। ভবিষ্যতে হয়ত আরও আসবেন।
চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আত্মিক ও ঐতিহাসিক উল্লেখ করে সাবেক এই সেনা প্রধান বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
বাংলাদেশ-চীন সাংস্কৃতিক একাডেমীর সভাপতি হুমায়ন কবির ব্যাপারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রমুখ।