আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া আবার ‘কেজিবি’ গড়ে তোলার কথা নাকচ করে দিয়েছে। ১৯৫৪’র ১৩ মার্চ প্রথম কেজিবি গঠন করা হয়েছিল। সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালের ৬ নভেম্বর এটি ভেঙে দেয়া হয়।
একটি রুশ বাণিজ্যিক দৈনিকের খবরে এর আগে বলা হয়েছিল, সাবেক সোভিয়েত আমলের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেজিবি’র আদলে নতুন গোয়েন্দা কাঠামো তৈরির পদক্ষেপ নিয়েছে ক্রেমলিন। খবরে বলা হয়েছিল, এ লক্ষ্যে রুশ ফেডারেল নিরাপত্তা সংস্থা (এফএসবি), ফেডারেল বডিগার্ড সার্ভিস (এফএসও) এবং পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা এসভিআরকে একীভূত করে একটি কাঠামোর আওতায় নিয়ে আসা হবে।
একই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বড়সড় সংস্কার ঘটিয়ে রাশিয়ায় আবার কেজিবির আদলে একটি মাত্র গোয়েন্দা সংস্থা গঠন করা হবে। ২০১৮ সালে অনুষ্ঠেয় রুশ প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে দৈনিকটি জানিয়েছিল।
রুশ দৈনিক কোমমাস্যান্তের এ খবর নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্টের প্রশাসনিক দফতরের সাবেক প্রধান সের্গেই ইভানোভ। তিনি বলেন, খবরটি সত্য নয়। পত্রিকার কাটতি বাড়ানোর লক্ষ্যে এমন ভুয়া খবর প্রকাশ করা হয়ে থাকতে পারে বলে মনে করেন তিনি। রুশ দৈনিক কোমসোমোলস্কায়া প্রাভদাকে দেয়া সাক্ষাৎকারে ইভানোভ এ মন্তব্য করেন।