নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে স্কুলছাত্রকে হত্যার দায়ে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় আসামি নুরুল ইসলাম (৪০) আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত নূরুল ইসলাম গাজীপুর সদর উপজেলার খুদেবরমী এলাকার হামিদ আলীর ছেলে।
নিহত স্কুলছাত্রের নাম মো. সেলিম (১৪)। সে গাজীপুর সদর উপজেলার আমুনা গ্রামের মো. হযরত আলীর ছেলে এবং হাড়িনাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান খান জানান, সেলিমদের বাড়ির পার্শ্ববর্তী খুন্দিয়া গ্রামের হাসনারা বেগমের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন নুরুল ইসলাম। হাসনারা বেগম গাজীপুর জেলা শহরের ছায়াবীথি এলাকায় বসবাস করতেন।
২০০৭ সালের ৯ জানুয়ারি সেলিম তার বন্ধু রাকিবকে নিয়ে হাসনারা বেগমের গ্রামের বাড়িতে বড়ই খেতে যায়। এ সময় কেয়ারটেকার নুরুল ইসলাম ধাওয়া করে সেলিমকে ধরে ফেলে। একপর্যায়ে নুরুল ইসলাম তার হাতে থাকা কাঠ কাটার বাটাল দিয়ে সেলিমের পেটে আঘাত করে। এ সময় বন্ধু রাকিবের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সেলিমকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায় এবং নুরুল ইসলামকে ধরে পুলিশে দেয়।
এদিকে সেলিমকে ওই হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের বাবা হযরত আলী বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম হোসেন ওই বছরের ৯ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত বুধবার ওই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান খান ও আসামিপক্ষে অহিদুজ্জামান আকন্দ মামলার পরিচালনা করেন।