আন্তর্জাতিক ডেস্ক :
মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সঙ্গে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ওবামা এ পরামর্শ দিয়েছেন।
ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের দাবি, আগামী ৮ নভেম্বরের নির্বাচনে চূড়ান্ত কারচুপি হবে এবং তা হবে হিলারি ক্লিনটনের পক্ষে।
এর জবাবে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ভোট হওয়ার আগেই আসন্ন নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট প্রার্থীর প্রশ্ন তোলা নজিরবিহীন ও অপ্রত্যাশিত।
তিনি বলেন, ‘ট্রাম্পের প্রতি আমার পরামর্শ, অযথা ঘ্যানঘ্যান বন্ধ করুন এবং কীভাবে কিছু ভোট পাওয়া যায়, তার চেষ্টা করুন। খেলা শেষ হওয়ার আগেই ঘ্যানঘ্যান শুরু করলে একজন প্রেসিডেন্ট প্রার্থীর নেতৃত্ব ও বলিষ্ঠতার প্রকাশ হয় না।’
ট্রাম্পের পুতিন-প্রীতিরও কড়া সমালোচনা করেছেন ওবামা।
সম্প্রতি এক রেডিও অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন , নির্বাচনে জিতলে ক্ষমতা গ্রহণের আগেই তিনি রাশিয়া গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করে আসবেন।
কিন্তু বারাক ওবামা বলেন, ‘পুতিনের স্তুতি করা অব্যাহত রেখেছেন ট্রাম্প । দেখা যাচ্ছে, তিনি তার নীতি ও রাজনৈতিক কৌশল পুতিনের ওপর ভিত্তি করেই সাজাচ্ছেন, যা নজিরবিহীন।’