নিজস্ব প্রতিবেদক : যশোরে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
যশোর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানান, বুধবার সকালে যশোরের সিংগিয়া রেলস্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রেনটি সরিয়ে নেওয়ার জন্য খুলনা থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে।
এদিকে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন যশোর রেলওয়ে স্টেশনে আটকে আছে।