আন্তর্জাতিক ডেস্ক: ভারত পাকিস্তানকে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। আগামী মাসে নয়াদিল্লিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আজ (বুধবার) জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। পাকিস্তান এখনো অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে নি।
সব মিলিয়ে এ সম্মেলনে ৬১টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এর মধ্যে ৩৮টি দেশ আমন্ত্রণ গ্রহণ করে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।
এশিয়ায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী পর্যায়ের এ সম্মেলন আগামী মাসের ৩ তারিখ থেকে শুরু হয়ে ৫ তারিখে পর্যন্ত চলবে। এতে ভারতের চার হাজার এবং বিদেশি দেড় হাজার প্রতিনিধির অংশ নেয়ার কথা রয়েছে।
সম্মেলনের প্রস্তুতির ওপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর নজর রাখছেন বলে খবর উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে এ অঞ্চলে কার্যকরভাবে দুর্যোগ মোকাবেলায় ভারতীয় প্রাধান্য প্রতিষ্ঠার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া হয়েছে।