আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি’র প্রধান আফতাব সুলতান দাবি করেছেন, গত তিন বছরে পাকিস্তানে আটক সন্ত্রাসীদের বিশাল অংশ বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে জড়িত। এ ক্ষেত্রে তিনি ভারতীয় এবং আফগান গোয়েন্দা সংস্থার নাম উল্লেখ করেছেন। পাক সংসদের উচ্চকক্ষ সিনেটের স্ট্যান্ডিং কমিটিতে দেয়া বক্তব্যে এ দাবি করেন তিনি।
আফতাব সুলতান বলেন, গত তিন বছরে ৮৬৫ সন্ত্রাসীকে পাকিস্তান আটক করেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকের ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এবং আফগান গোয়েন্দা সংস্থা এনডিএস’র সঙ্গে ‘যোগসাজশ’ রয়েছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো এবং পাকিস্তানের রাষ্ট্র বিরোধী গোষ্ঠীগুলো নির্মাণাধীন চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসিকে বিপদগ্রস্ত তুলছে বলেও অভিযোগ করেন এই পাক কর্মকর্তা।