নিজস্ব প্রতিবেদক : ঢাকা ও মিরপুর সেনানিবাসে পালন করা হচ্ছে মিলিটারি পুলিশ সপ্তাহ-২০১৬।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সপ্তাহে সেনানিবাসে কর্মরত ও অবস্থানরত সামরিক-বেসামরিক সদস্য এবং তাদের পরিবারের মধ্যে নিয়ম-শৃঙ্খলা সম্পর্কে সচেতন করা হচ্ছে। এ ছাড়া সেনানিবাসে আসা অন্যান্য সাধারণ মানুষকে ভেতরে বসবাস ও চলাচলের নিয়মনীতি সম্পর্কে অবগত করা হচ্ছে। এজন্য সচেতনতামূলক বিভিন্ন তথ্যসম্বলিত ব্যানার ও ফেস্টুন সেনানিবাসে স্থাপন করা হয়েছে।
সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল এস এম মতিউর রহমান গত রোববার (১৬ অক্টোবর) রাজধানীর সেনানিবাসস্থ সেনাকুঞ্জে মিলিটারি পুলিশ সপ্তাহ-২০১৬ উদ্বোধন করেন। ২২ অক্টোবর পর্যন্ত মিলিটারি পুলিশ সপ্তাহ পালন করা হবে।