আন্তর্জাতিক ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতে নতুন বিয়ে করা এক ব্যক্তি মেক-আপ ছাড়া প্রথমবার তার নববধূর মুখ দেখে যারপরণাই বিরক্ত হয়েছেন। মেক-আপসহ তাকে যেভাবে দেখায়, মেক-আপ ছাড়া দেখলে তার সঙ্গে কোনো মিল পাওয়া যায় না।
সংযুক্ত আরব আমিরাতের সারজায় আল মানজার সৈকতে বেড়াতে যান নবদম্পতি। সেখানে গোসলের পর মেক-আপ উঠে গিয়ে নববধূর প্রকৃত চেহারা বেরিয়ে পড়ে। এতে চরম বিরক্ত হয়ে ওঠেন তার স্বামী।
গালফ নিউজে এ-সম্পর্কিত খবরে বলা হয়েছে, স্বামীর (৩৪) অভিযোগে, বিয়ের আগে মেক-আপ দিয়ে তাকে ধোকা দেওয়া হয়েছে। কসমেটিক্স, আইল্যাশেস দিয়ে চেহারায় পরিবর্তন আনা হয়েছে।
তালাক দেওয়ার পর নববধূ একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করেন। মনোরোগ বিশেষজ্ঞ ড. আবদুল আজিজ আসাফ জানিয়েছেন, মানসিকভাবে সুস্থ থাকতে এ নারীকে তিনি সাহায্য করছেন।
বিয়ের আগে ওই নারী প্লাস্টিক সার্জারিও করিয়েছিলেন। এসব বিষয়ে তার স্বামী কিছু জানতেন না। তবে স্বামীকে তিনি ঘটনা জানাতে চেয়েছিলেন- এমনটা দাবি করেছেন চিকিৎসক। কিন্তু তত সময়ে অনেক দেরি হয়ে গেছে। এখন কোনোমতে স্ত্রীকে গ্রহণ করতে রাজি নন তার স্বামী।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।