আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির সাবেক শাসক এডলফ হিটলার অস্ট্রিয়ায় যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তা হয়ত শেষ পর্যন্ত ভেঙ্গে ফেলা হবে না। । এ বাড়িটি ক্রমেই নব্য-নাজিবাদীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠার প্রেক্ষাপটে এর আগে এটি ভেঙ্গে ফেলা হবে বলে ঘোষণা করা হয়েছিল।
অস্ট্রিয়ার ‘ব্রনাউ অ্যাম ইন’ শহরে বাড়িটি অবস্থিত ভেঙ্গে ফেলা হবে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এ সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত প্যানেলের কয়েকজন সদস্য বলেছেন, তারা বাড়িটি ভেঙ্গে ফেলার বিরোধিতা করেছেন। আর এর অর্থ দাঁড়াচ্ছে বাড়িটি শেষ পর্যন্ত ভাঙ্গা হবে না।
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ প্রশাসনিক আদালতের সাবেক সভাপতি ক্লিমেন্ট জ্যাবলোনার এবং দেশটির ঐতিহাসিক অলিভার রাথখোল যৌথ বিবৃতিতে বলেছেন, সরকারি প্রস্তাবে বাড়িটি ভেঙ্গে ফেলার কথা পরিষ্কার ভাষায় উল্লেখ করা হয়েছিল; কিন্তু তা আমরা সমর্থন করি নি।
এ ছাড়া, কমিটি বাড়ির স্থাপত্য নকশার ব্যাপক পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বাড়ি ভেঙ্গে ফেলা হলে তাতে অস্ট্রিয়ার নাজি অতীতকে অস্বীকার করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে, প্যানেলের আরেক সদস্য শহরটির মেয়র জোহানেস ওয়াবব্যাচার বলেছেন, তার প্রতিবেদনে বাড়ি ভাঙ্গার কথা বলা হয় নি।
হিটলার ২০ এপ্রিল ১৮৮৯ সালে এ বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। প্রতি বছর হিটলারের জন্মদিনে বাড়ির সামনে ফ্যাসিবাদী বিরোধী শোভাযাত্রার আয়োজন করা হয়। এ ছাড়া, বাড়ির সামনে একটি স্মৃতি ফলকে লেখা আছে, ‘শান্তি, স্বাধীনতা এবং গণতন্ত্র চাই। আর কখনোই ফ্যাসিবাদ চাই না। কোটি কোটি মৃত মানুষ এ হুঁশিয়ারি উচ্চারণ করছে।