আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার আলেপ্পোয় মানবিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য তার দেশ প্রস্তুত রয়েছে। বার্লিনে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপের সময় এ কথা বলেন তিনি।
পুতিন বলেন, আলেপ্পোয় অবরুদ্ধ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ না ঘটলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। আজ (বৃহস্পতিবার) থেকে তিন দিনের জন্য এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে সিরিয়ার সেনাবাহিনী ঘোষণা করেছে।
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর পূর্ব দিক দখল করে রেখেছে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা। আর পশ্চিম দিক নিয়ন্ত্রণ করছে দেশটির সরকারি বাহিনী।
রাশিয়ার প্রেসিডেন্ট ওই সংবাদ সম্মেলনে সিরিয়ায় ভবিষ্যৎ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত নতুন সংবিধান গ্রহণেরও আহ্বান জানিয়েছেন।