আন্তর্জাতিক ডেস্ক : সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি বাতিলের বিষয়ে ভারতের হুমকির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফতেমি। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ নিন্দা জানান।
তারিক ফতেমি বলেন, “ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং এ ধরনের হুমকি আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতা মেনে চলার বিষয়ে মারাত্মক লঙ্ঘন।” তিনি তার ভাষায় বলেন, “কেবলমাত্র দায়িত্বজ্ঞানহীন দেশের পক্ষেই এ ধরনের কাজ করা সম্ভব।”
তারিক ফতেমি বলেন, ভারত এমন নীতি অনুসরণ করছে যা প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করে তুলছে। এছাড়া, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের চলমান সহিংসতাকে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাস বলেও অভিহিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ বিশেষ সহকারী। কাশ্মিরের স্বাধীনতা আন্দোলনের প্রতি অব্যাহত সমর্থন দেয়ার জন্য তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। পাশাপাশি ফিলিস্তিনের জনগণের আত্ম-নিয়ন্ত্রণাধিকারের প্রতিও জোরালো সমর্থন দেন তিনি