নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তর বাড্ডার খান মসজিদের কাছে একটি বাসা থেকে মা ও দুই মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিয়া নামে এক মেয়ের মৃত্যু হয়েছে।
প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও পুলিশের ভাষ্যমতে এটি একটি রহস্যজনক ঘটনা। মা নিজেই বিষ খেয়ে দুই মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন নাকি কেউ তাদের বিষ খাইয়েছে তা স্পষ্ট নয়। মা শাহানা বেগম ও অপর মেয়ে আগমনী (৪) এখন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, রোববার ভোর সাড়ে ৪টার দিকে ওই মসজিদের কাছের পঞ্চকুন ভিলা নামে একটি পাঁচতলা বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়। শাহানা বেগমের স্বামী আমজাদ হোসেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।
গৃহকর্তা আমজাদ হোসেনের প্রতিবেশী সেলিমের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ২টার দিকে আমজাদ হোসেন বাসায় ফিরে দরজা নক করে সাড়া না পেয়ে বিষয়টি বাড়িওয়ালাকে জানান। এরপর বাড়িওয়ালা গিয়ে দরজা ভেঙে দেখেন মা-মেয়ে বিছানার ওপর পড়ে আছে। দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যায় ছোট মেয়ে আরিয়া।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরির্দশক (এসআই) বাচ্চু মিয়া জানান, আসল ঘটনা জানাটা তদন্তসাপেক্ষ বিষয়। তবে নিহত শিশু আরিয়া বিষক্রিয়ায় মারা গেছেন বলে জানান তিনি।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, শিশুকন্যার মৃত্যু ও অপর মেয়েসহ মা শাহানা বেগম অসুস্থ। বিষক্রিয়ার খবর আমরা জানতে পেরেছি। অন্য কেউ বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছেন নাকি মা শাহানা বেগম নিজে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।