ক্রীড়া প্রতিবেদক :
৭টি দলের অংশগ্রহণে বিপিএলের চতুর্থ আসরের খেলা মাঠে গড়াবে আগামী ৪ নভেম্বর। ফাইনাল ম্যাচ হবে ৯ ডিসেম্বর।
প্রথমবারের মতো বিপিএলের ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
মোট ৪৬টি ম্যাচ বিপিএলের এবারের আসরে অনুষ্ঠিত হবে। গত দুই আসরের মতো এ আসরেও রয়েছে এলিমিনেটর রাউন্ড।
গ্রুপপর্বের শীর্ষ দুই দল খেলবে প্রথম কোয়ালিফাইয়ার। বিজয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। পরাজিত দল ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ দিয়ে। পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর রাউন্ড। এলিমিনেটর রাউন্ডের বিজয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার।
গ্রুপপর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদে দুপুরের ম্যাচগুলো ২টায় এবং সন্ধ্যার ম্যাচগুলো ৭টায় শুরু হবে। শুক্রবার দুপুরের ম্যাচ শুরু হবে ২টা ৩০ মিনিটে, সন্ধ্যার ম্যাচ হবে ৭টা ১৫ মিনিটে।
মিরপুর শের-ই-বাংলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত রাজশাহী কিংসের ম্যাচ দিয়ে বিপিএল মাঠে গড়াবে। ১৩ নভেম্বর পর্যন্ত মিরপুরে প্রথম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এরপর বিপিএলের ম্যাচগুলো হবে চট্টগ্রামে। ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ম্যাচগুলো কোন ভেন্যুতে হবে, সেটা এখনো চূড়ান্ত করেনি বিপিএল গভর্নিং কাউন্সিল।
এরপর ২৫ নভেম্বর থেকে মিরপুরে আবারও বিপিএলের ম্যাচগুলো হবে। ৪ ডিসেম্বর পর্যন্ত হবে গ্রুপ পর্বের ম্যাচ।