বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আঁচল আঁখি। অভিনয় দক্ষতা আর গ্ল্যামার দিয়ে ইতিমধ্যে ঢালিউডের দর্শকদের পছন্দের তালিকায় নিজের নামটি লিখিয়ে নিয়েছেন তিনি।
আঁচল অভিনীত ‘দাগ’ সিনেমার কিছু কাজ বাকি রয়েছে। তারেক শিকদার পরিচালিত এ সিনেমার গানের শুটিং আগামী ৫ নভেম্বর থেকে শুরু হবে। এদিকে খুলনার খালিশপুরে বিয়েবাড়ি থেকে ফিরে এ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন আঁচল।
আগামী ২৫ অক্টোবর তার বোনের বিয়ে। এ অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকা থেকে খুলনায় যাবেন। সেখান থেকেই কক্সবাজারে গিয়ে শুটিংয়ে অংশ নেবেন তিনি। এমনটাই জানান আঁচল আঁখি।
এ প্রসঙ্গে আঁচল আঁখি বলেন, ‘আগামী ২৫ অক্টোবর আমার বোনের বিয়ে। বিয়েবাড়ি থেকেই শুটিংয়ে যাব। আগামী ৫ নভেম্বর থেকে দাগ সিনেমার শুটিং শুরু হবে। তাই তাড়াহুড়ো করেই বিয়েবাড়ি থেকে ফিরতে হবে।’
ভিশন অডিও প্রযোজিত এ সিনেমায় আঁচলের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এ ছাড়া তাদের সঙ্গে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। এ ছাড়া এতে আরো অভিনয় করছেন ডি জে সোহেল, শতাব্দী ওয়াদুদ, লিনা ফেরদৌস, ফারুক মজুমদার প্রমুখ। গল্প লিখেছেন কামাল আহমেদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রফিকুজ্জামান। সিনেমাটিতে মোট পাঁচটি গান থাকছে। সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ।