স্পোর্টস ডেস্ক : ম্যাচের দ্বিতীয়ার্ধে তখন যোগ করা সময়ের খেলা চলছিল। বার্সেলোনা-ভ্যালেন্সিয়া ম্যাচে ২-২ গোলে সমতা।
পেনাল্টি থেকে বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসিও গোল করতে কোনো ভুল করেননি। আর এই গোলটি উদযাপনের সময়ই ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।
ভ্যালেন্সিয়ার কোনো উগ্র সমর্থক মেসি-নেইমারদের ওপর পানির বোতল ছুড়ে মারল গ্যালারি থেকে। বোতলের আঘাতে নেইমার আর সুয়ারেজ তো মাটিতে লুটিয়েও পড়লেন। তবে ভাগ্য ভালো যে, বড় কোনো চোট পাননি তারা।
মেসির ওই পেনাল্টি গোলেই শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে বার্সাকে এগিয়েও দিয়েছিলেন মেসিই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে দুই গোল করে বার্সাকে চাপে ফেলেছিল ভ্যালেন্সিয়া। পরে সুয়ারেজ গোল করে সমতা ফেরানোর পর মেসির ওই জয়সূচক গোল।