নিজস্ব প্রতিবেদক :
রোববার বিকেলে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম এবং সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন।
এ সময় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এই প্রস্তাব সমর্থন করলে উপস্থিত কাউন্সিলররাও সমর্থন জানান।
সৈয়দ আশরাফুল ইসলাম নতুন প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন। প্রেসিডিয়াম সদস্য পদে আরো নির্বাচিত হয়েছেন- নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক ও ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।