নিজস্ব প্রতিবেদক : রাত পৌনে ৮টার দিকে দেখা যায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট স্বাভাবিক হয়েছে।
স্বাভাবিক হওয়ার পর মন্ত্রণালয়ের ওয়েবসাইটএর আগে শনিবার বিকালে (৫টা ২৪মিনিটে) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, সেখানে ইংরেজিতে লেখা, ‘হ্যাকড বাই ডিআরলেজি অ্যান্ড হেটলার টিএন এন্ড ফালাগ চাহিনে’। আরও লেখা আছে ‘তুনিশিয়ান সাইবার রেসিটেন্স এএল ফালাগা টিম’। এরপর শনিবার বিকালে কয়েকবার চেষ্টা করেও সাইটটিতে ঢোকা যায়নি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও নিরাপত্তা গবেষক ড. তৌহিদ আই. ভূইয়া এ বিষয়ে বলেন, ‘সরকারি ওয়েবসাইটগুলোতে মারাত্মক নিরাপত্তা ত্রুটি রয়েছে এবং যেখানে সাইটটি হোস্ট করা সে জায়গাটাও অনিরাপদ। এসব সাইট হ্যাক করার জন্য হ্যাকার হওয়ার দরকার নেই। সফটওয়্যারের বিভিন্ন টুলস দিয়েই এসব সাইট হ্যাক করা সম্ভব।
তিনি শিগগিরই সরকারি ওয়েবসাইটগুলোতে হেল্প টেস্ট করার পরামর্শ দিয়ে বলেন, ‘এটা করা হলে সাইটগুলোর দুর্বলত চিহ্নিত করে মেরামত করা সম্ভব। তাহলে আর হ্যাক হবে না।’