আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে জঙ্গি হামলায় অন্তত ৬০ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে। সোমবার রাতে সশস্ত্র জঙ্গিরা আবাসিক কলেজটিতে হামলা চালায় যেখানে অন্তত ৬০০ পুলিশ ক্যাডেট প্রশিক্ষণ নিচ্ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, পাঁচ থেকে ছয়জন জঙ্গি সোমবার রাতে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে অনুপ্রবেশ করে বন্দুকের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর তারা গুলি চালায় এবং নিজেদের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। আহত বহু পুলিশের অবস্থা আশঙ্কাজনক বলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি এ হামলায় হতাহতের খবর নিশ্চিত করে বলেছেন, জঙ্গিরা অত্যন্ত সমন্বিত উপায়ে পাঁচ দিক দিয়ে পুলিশ কেন্দ্রটিতে ঢুকে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পুলিশ কেন্দ্রের ভেতর থেকে অন্তত তিনটি বিস্ফোরণ ও অসংখ্য গুলির শব্দ শোনা গেছে।
হামলার খবর পেয়ে পাকিস্তানের ফ্রন্টিয়ার কোরের বিশেষ বাহিনী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে উদ্ধার অভিযান চালায়। তাদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয় এবং অন্তত দুই জঙ্গি নিহত হয়।
পাকিস্তান ফ্রন্টিয়ার কোরের আইজি মেজর জেনারেল শের আফগান দাবি করেছেন, আফগানিস্তান থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, জঙ্গিরা হামলার সময় তাদের নির্দেশদাতাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখছিল।
বিশেষ বাহিনীর সঙ্গে চার ঘন্টার বন্দুকযুদ্ধের পর পুরো পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে আসে বলে তিনি জানান।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ আহমেদ বুগতি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে জঙ্গি হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, হামলাকারী সব জঙ্গিকে হত্যা করা হয়েছে।
পাকিস্তান উগ্র জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে জয়ী হয়েছে বলে দেশটির সেনাপ্রধান রাহিল শরীফ ঘোষণা করার একদিন পর কোয়েটায় এ হামলা চালানো হলো। কোনো জঙ্গি গোষ্ঠী এখনো এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।