নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার দুপুর ১২টার দিকে দোগাছি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
নিহত সজিব উপজেলার দোগাছি ইউনিয়নের কায়েমকোলা গ্রামের আসাদ হোসেনের ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী একই উপজেলার দ্বীপচর গ্রামের হাবি সরদারের ছেলে খায়রুল ইসলামকে (১৩) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
দোগাছি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন জানান, আজ দুপুরে শ্রেণিকক্ষে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী সজিব ও খায়রুল। এ সময় শ্রেণিকক্ষে কোনো শিক্ষক ছিলেন না। তর্কাতর্কির এক পর্যায়ে খায়রুল সজিবকে লাথি মারে। এতে ঘটনাস্থলেই মারা যায় সজিব।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী অভিযুক্ত শিক্ষার্থী খায়রুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে সজিবের মরদেহ উদ্ধার ও অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।