স্পোর্টস ডেস্ক : ২০১৪ বিশ্বকাপে বেলো হরাইজন্তের মিনেইরো স্টেডিয়ামে জার্মানির মুখোমুখি হয়ে ৭-১ গোলে হেরেছিল স্বাগতিক ব্রাজিল। ম্যাচটি ইতোমধ্যে মিনেইরোজ্জো ট্র্যাজেডি নামেই পরিচিতি পেয়ে গেছে। দুই বছর ৪ মাস ২দিন পর সেই স্টেডিয়ামে আবারও ফিরছে ব্রাজিল। প্রতিপক্ষ আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাই পর্বে এই মাঠেই ১০ নভেম্বর চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। জার্মানির কাছে ৭-১ গোলে পরাজয়ের দুঃখ ভোলারও অসাধারণ একটি সুযোগ নেইমারদের সামনে। তবে এই ম্যাচটি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ব্রাজিল কোচ তিতের। কারণ, তার অধীনে এই প্রথম ব্রাজিল সুপার ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে আর্জেন্টিনার।
দুই মাস আগেও ব্রাজিলের অবস্থা ছিল একেবারে তথৈবচ। একের পর এক হারতে হারতে অবস্থা এমন দাঁড়িয়েছিল যে, এই প্রথমবারের মত ব্রাজলিকে ছাড়াই একটি বিশ্বকাপ মাঠে গড়ায় কি না সে শঙ্কা দেখা দিয়েছিল। কার্লোস দুঙ্গাকে সরিয়ে তিতেকে যখন কোচ করা হলো, স্বাগত জানালো পুরো ব্রাজলি। পরিবর্তনটা সাথে সাথেই দেখা গেলো। ইকুয়েডর আর কলম্বিয়াকে দিয়ে শুরু তিতের। তার অধীনে একের পর এক জিততে জিততে ব্রাজিল এখন উঠে এলো লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের শীর্ষে।
এই ম্যাচ নিয়ে তিতে বলেন, `আমাদের মূল লক্ষ্যই হলো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা। সে দিকেই আমাদের সবার নজর। এ কারণে প্রতিটি ম্যাচের পয়েন্টই আমরা সমানভাবে হিসেব করি। তবে মিডিয়া আর সমর্থকরা মিলে এই ম্যাচটাতে দিয়েছে ভিন্ন মাত্রা।`
নিজের কথা বলতে গিয়ে তিতে বলেন, `আমার নিজের কথা বলতে পারি যে, এমন একটি ম্যাচে নিজেকে সম্পৃক্ত করতে পারাটা হচ্ছে সৌভাগ্যের এবং একটি স্বপ্ন বাস্তবায়ন। এটা একটা সম্মানও বটে। এ কারণে সত্যি আমি কোন ভাষা খুঁজেও পাচ্ছি না।`