স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় পর টেস্ট খেলতে নামা বাংলাদেশ লড়াই করেছে সমানে সমানে। বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে ইংলিশরা হারায় ১৮টি উইকেট! স্পিন দিয়ে ইংলিশ ব্যাটসম্যানদের কোণঠাসা করে রাখার পর ব্যাট হাতেও চোখ রাঙিয়েছে বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ২২ রানের জয় তুলে নেয় সফরকারী ইংল্যান্ড।
তবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের এমন পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। আর তাই কুক-স্টোকসদের সতর্ক করেছেন তিনি।ইংল্যান্ড দলকে পাঠানো এক সতর্কবার্তায় ভন আরও জানান, ইংল্যান্ডের এমন পারফরম্যান্স বজায় থাকলে ভারতের মাটিতে ৫-০তে হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হবে তাদেরকে।
বাংলাদেশ সফর শেষে ভারতের মাটিতে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। সাবেক এই ইংলিশ অধিয়ায়কের মতে, বাংলাদেশ সফরে ভালো খেললেও ভারত সফরে তাদের আরও সতর্ক হতে হবে। না হলে হোঁচট খেতে হবে ইংলিশদের।
বললেন, ‘জয়ের জন্য ইংল্যান্ডের আনন্দ করাটা স্বাভাবিক। কিন্তু, জয় পেতে হলে নিজেদের সেরাটা দিতে হবে। সত্যি বলছি দুটি দলই দুর্দান্ত খেলেছে। তবে, ভারতের বিপক্ষে কুক-রুট-স্টোকসদের আরও সতর্ক থাকতে হবে। বাংলাদেশের মতো ভারতেও একই কন্ডিশন থাকবে। তাতে নিজেদের মেলে ধরতে না পারলে বড়ও হোঁচট খেতে হবে ইংল্যান্ডকে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ইংলিশদের স্পিন ভালো খেলেছে। কিন্তু, বাংলাদেশের স্পিনারদের সামলে খেলতে ইংল্যান্ড ব্যর্থ। ভারতেও একই কন্ডিশন থাকায় সেখানে ইংল্যান্ডকে বিপদে পড়তে হবে। তবে, আমি মনে করি সেখানে একই কন্ডিশনে স্পিনারদের থেকে পেসাররাই ভালো করবে। আর সফরকারী দলটির কোনো প্রয়োজন নেই স্পিনারদের প্রাধান্য দেওয়ার।’
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল প্রসঙ্গে ভন বলেন, ‘আদিল রশিদকে ঢাকা টেস্টে খেলানোরও দরকার দেখছি না। দলে অনেক অলরাউন্ডার আছে। সেখান থেকে পেসার স্টিভেন ফিনকে খেলানো যেতে পারে। সঙ্গে মঈন আলী আর বেন স্টোকস তো থাকছেই। যে স্পিনাররা ভালো করছে না তাদের কেন মাঠে নামাতে হবে?’
আগামী শুক্রবার বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে সফরকারী ইংল্যান্ড। চট্টগ্রাম টেস্ট জিতে নিয়ে ১-০ তে এগিয়ে ইংলিশরা।