আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরী মুক্ত করার অভিযানে দেশটির সেনাবাহিনীর সক্ষমতা ও সামরিক নৈপুণ্য দেখে মার্কিন নেতৃত্বাধীন জোট হতভম্ব হয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি।
মঙ্গলবার বিকেলে রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইরাকি সেনাবাহিনী যে এত সাফল্যের সঙ্গে অভিযান পরিচালনা করতে পারবে তা পশ্চিমা জোট স্বপ্নেও ভাবেনি।
ইরাকে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে নির্মূলের লক্ষ্য ২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালাচ্ছে। কিন্তু গত দুই বছরে এ ধরনের হামলায় উল্লেখযোগ্য কোনো সাফল্য নজরে পড়েনি।

বর্তমানে মসুল উদ্ধার অভিযানেও মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়ে ইরাকি সেনাবাহিনীকে সহযোগিতা করছে। কিন্তু এখানেও জোটের বিমান হামলায় বড় ধরনের কোনো সাফল্যের খবর পাওয়া যায়নি। উল্টো গত তিন দিনের মার্কিন বিমান হামলায় অন্তত ৬০ বেসামরিক ইরাকি নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।
মসুল অভিযানে তুর্কি সেনা উপস্থিতির কথা উল্লেখ করে এবাদি বলেন, কোনো বিদেশি সেনাকে ইরাক দখল করে রাখার অনুমতি দেয়া হবে না এবং তুরস্ক যেন মনে না করে তার সেনারা ইরাকে ভ্রমণ করতে এসেছে।
গত ১৭ অক্টোবর থেকে দায়েশের হাত থেকে মসুল মুক্ত করার অভিযান শুরু করেছে ইরাকের সেনাবাহিনী। এ কাজে সহযোগিতা করছে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী ও কুর্দি পেশমার্গা যোদ্ধারা।