নিজস্ব প্রতিবেদক :
বুধবার বেলা ১১টার দিকে সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, বুধবার সকাল ৮টার দিকে ছাতির আলীকে তার গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি দুই শিশু সন্তানকে হত্যার দায় স্বীকার করেছেন।
তিনি বলেন, গত সোমবার বেলা আড়াইটার দিকে দুই শিশুসন্তান মামুন (৭) ও রুজেলকে (১১) নিয়ে মাছ ধরতে যান ছাতির আলী। ঘণ্টাখানেক পরে রুজেলকে কিছু মাছ দিয়ে বাড়িতে পাঠান তিনি। রুজেল চলে যাওয়ার পর তিনি মামুনের মাথায় আঘাত করে হত্যা করেন। কিছু সময় পর রুজেল ফিরে এলে তার মাথায় আঘাত করে হত্যা করেন। পরে লাশ ডোবায় ফেলে দেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আবুল হাসানাত, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) আমিনুল ইসলাম সরকার, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আবদুল আউয়াল চৌধুরী প্রমুখ।