স্পোর্টস ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন ১৯৭০ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপাজয়ী ব্রাজিলের অধিনায়ক কার্লোস আলবার্তো। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে রিও ডি জেনেরিওতে মৃত্যুবরণ করা আলবার্তোর বয়স হয়েছিল ৭২ বছর।
১৯৭০ সালের সেই বিশ্বকাপ ফাইনালে ইতালির বিপক্ষে ৪-১ এ জয়ের ম্যাচে একটি গোল করেন কার্লোস; যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত। এছাড়াও জাতীয় দলের জার্সি গায়ে আটটি গোল করেন ব্রাজিলিয়ান এই অধিনায়ক।
ব্রাজিলের জার্সি গায়ে ৫৩টি ম্যাচ খেলা কিংবদন্তি এই ফুটবলার ১৯ বছরের ক্যারিয়ারে ফ্লুমিনেন্সে ও সান্তোসের হয়ে চারশর বেশি ম্যাচ খেলেন।
পরবর্তীতে কোচিং ক্যারিয়ারও শুরু করেছিলেন তিনি। অনেকগুলো ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। যার মধ্যে রয়েছে ফ্লেমেঙ্গো, ফ্লুমিনেন্স। সর্বশেষ ২০০৫ সালে আজারবাইজানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।