Monday , 23 December 2024
নিউজ টপ লাইন
‘নির্যাতনে সৌদি কারাগারে প্রাণ হারালেন এক নারী ভিন্নমতাবলম্বী’

‘নির্যাতনে সৌদি কারাগারে প্রাণ হারালেন এক নারী ভিন্নমতাবলম্বী’

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ভিন্নমতাবলম্বী এক নারী কারাগারে মারা গেছেন। হানান আদ-দাইবানি নামের এ নারী মাত্রাতিরিক্ত নির্যাতনের ফলে মারা গেছে বলে সন্দেহ ব্যক্ত করেছেন মানবাধিকার কর্মী আলী আল-আহমেদ।

ওয়াশিংটন ভিত্তিক পারসিয়ান গালফ অ্যাফেয়ার্সের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আল-আমমেদ টুইটার বার্তায় এ সন্দেহ ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, সৌদি বন্দর নগরী জেদ্দা থেকে ১৯ কিলোমিটার দূরে জানবান কারাগারে চলতি মাসের ১০ তারিখে মারা যান হানান আধ-ধাইবানি।

কারা কর্তৃপক্ষ আধ-ধাইবানির মারা যাওয়ার খবর তার মা-বাবাকে জানায় এবং কেবলমাত্র কারাগারের ভেতরে জানাযা পড়ার অনুমতি দেয়।

অজ্ঞাতনামা স্থানে দাফন করার আগে তার কেবল মুখমণ্ডল মা-বাবাকে দেখার অনুমতি দিয়েছিল সৌদি কারা কর্তৃপক্ষ। এ ছাড়া, তাদের মেয়ের মৃত্যু স্বাভাবিক হয়েছে বলেও একটি ঘোষণা পত্রে মা-বাবাকে সই করতে বাধ্য করা হয়েছিল।

মারাত্মক ভাবে মানবাধিকার লঙ্ঘন, বাক স্বাধীনতা খর্বসহ নানা তৎপরতার দায়ে দীর্ঘদিন ধরে সৌদি আরবের সমালোচনা করছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

সর্বশেষ নিউজ

ফেসবুক পেইজ The Daily Neighbour

ডেইলি নেইবার আর্কাইভ

October 2016
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Scroll To Top