স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে অভিষেক হয় হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মনের। প্রথম ইনিংসে ব্যাট হাতে তিনি করেন ১৯ রান। আর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখিয়েও ব্যর্থ হন।
সর্বশেষ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১০০ এর ঘরে উঠে এসেছেন সাব্বির। ৩০১ রেটিং পয়েন্ট নিয়ে তিনি বর্তমানে অবস্থান করছেন ৯২তে।
এদিকে ৬১টিতে আছেন নাসির হোসেন। ৫৫ তে আছেন ইমরুল কায়েস। ৪৯ এ অবস্থান করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪০তম স্থানে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ২৭ ও ২৮ তম স্থানে আছেন যথাক্রমে মুমিনুল হক ও সাকিব আল হাসান। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন তামিম ইকবাল। তিনি অবস্থান করছেন ২৪ এ।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর কার অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়।