স্পোর্টস ডেস্ক : করিম বেনজেমা, গ্যারেথ বেল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ছাড়াই রিয়াল যে কতটা ভয়ঙ্কর তা টের পেলো তৃতীয় সারির দল লিওনেসা। কোপা দেল রের শেষ বত্রিশ দলের প্রথম লেগে লিওনেসার বিপক্ষে ৭-১ গোলের রীতিমতো গোল-উৎসব করেছে জিনেদিন জিদানের দল।
বুধবার রাতে রিয়ালের গোল উৎসবের শুরুটা হয় আত্মঘাতী গোলে। টনি ক্রুসের ফ্রি কিক হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলেন ডাচ ডিফেন্ডার জিয়ান্নি জুইভেরলুন। ম্যাচের ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিও। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
বিরতি থেকে ফিরেই বাঁ দিক থেকে কোনাকুনি শটে ব্যবধান ৩-০ করেন মোরাতা। ম্যাচের ৫৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন আসেনসিও। আর ম্যাচের ৫৫ মিনিটে নিজেদের দ্বিতীয় গোল করে ব্যবধান ৫-০ করেন মোরাতা।
ম্যাচের ৬৮ মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে শূন্যে লাফিয়ে অসাধারণ ভলিতে দলের ষষ্ঠ গোলটি করেন নাচো ফের্নান্দেস। ম্যাচের ৮৪ মিনিটে রিয়ালের জালে স্বাগতিকদের সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেন মার্টিনেস। আর যোগ করা সময়ে লিওনেসার কফিনে শেষ পেরেকটি ঠোকেন মারিয়ানো ডিয়াস। আগামী ৩০ নভেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে লিওনেসাকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ।