স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়ে অধিনায়ক ওয়ার্নারের সঙ্গে বেশ খাতির জমে বাংলাদেশ জাতীয় দলের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। তাই তো কয়েক দিন আগে বাংলাদেশের বিস্ময় এই বালকের জন্মদিনে বাংলায় শুভেচ্ছা জানান সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ওয়ার্নার।
এবার নিজের অধিনায়কের জন্মদিনেও শুভেচ্ছা জানালেন কাটার মাস্টার। নিজের ফেসবুক পেজে ওয়ার্নাকে জন্মদিনের শুভেচ্ছা জানান মোস্তাফিজ। ওয়ার্নারকে জন্মদিনের শুভেচ্ছায় ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা করেন মোস্তাফিজ।
প্রথমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়ে ডেবিড ওয়ার্নারের সঙ্গে খাতির জমে বাংলাদেশ জাতীয় দলের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করতে দু’হাত ভরে দিয়েছেন মোস্তাফিজ-ওয়ার্নার।