নিজস্ব প্রতিবেদক : সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে টেলিফোনের মাধ্যমে সেবা প্রদানের জন্য টোল ফ্রি ‘চাইল্ড হেল্পলাইন’ সেবা কার্যক্রম উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর মাধ্যমে ১০৯৮ নম্বরে কল করে যে কেউ শিশু অধিকার লঙ্ঘন, শিশু নির্যাতন, নিগ্রহ বা সামাজিক নিরাপত্তা ব্যাহত হওয়ার ঘটনা এবং শিশুদের সুরক্ষায় বিষয়ে তথ্য জানাতে পারবেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব সাধিত হয়েছে। শিশুদের অধিকারসমূহের প্রচার ও রক্ষায় এবং শিশুদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ‘চাইল হেল্পলাইন-১০৯৮’ চালুর মাধ্যমে আজ তথ্য-প্রযুক্তি খাতে আরেকটি মাইলফলক যোগ হলো। আমি খুবই খুশি যে, এই সেবার মাধ্যমে শিশুরা সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে তাদের উদ্বেগের বিষয়গুলো জানাতে পারবে এবং প্রত্যেকে নিজ নিজ প্রয়োজন অনুযায়ী সেবা ও সহায়তা নিতে পারবে। বাংলাদেশে নারী ও শিশুদের জন্য বিভিন্ন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে সরকারকে সহযোগিতা দেওয়ায় ইউনিসেফকে ধন্যবাদ।